ইউক্রেনের রঙে সাজলো আইফেল টাওয়ার


ঢাকা বিজনেস ডেস্ক , : 24-02-2023

ইউক্রেনের  রঙে সাজলো আইফেল টাওয়ার

ইউক্রেনের পতাকার রঙে আলোক সজ্জিত করা হয়েছে ফ্রান্সের আইফেল টাওয়ার। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকী উপলক্ষে ইউক্রেনকে সমর্থন জানোর প্রতীক হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ  বার্তা সংস্থা  রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সূর্যাস্তের পরপরই নীল-হলুদ আলোয় ছেয়ে গেছে আইফেল টাওয়ার।  এর ওপরের অংশে নীল এবং নিচের অংশে হলুদ আলোয় ছেয়ে গেছে। আর চূড়ার সাদা স্পটলাইটটি ঘুরছিল। 

এদিকে, গত সপ্তাহে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রতিশ্রুত এএমএক্স-১০ সাঁজোয়া যানের প্রথম ব্যাচ কয়েক দিনের মধ্যেই ইউক্রেনকে দেওয়া হবে। 

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com