সরকারি অনুদানে সিনেমা ‘ভাষার জন্য মমতাজ’


বিনোদন ডেস্ক , : 22-02-2023

সরকারি অনুদানে সিনেমা ‘ভাষার জন্য মমতাজ’

ভাষা আন্দোলনের নির্যাতিত, ত্যাগী ও নিগৃহীত নারী ভাষাসৈনিকের নাম মমতাজ বেগম। বাংলাকে রাষ্ট্রভাষা করার সংগ্রামে  উৎসর্গ করেছেন নিজেকে। ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে স্বামী-সংসার হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, নানারকম কুৎসা ও গঞ্জনা সহ্য করেছেন।

নিজের জীবন, সংসার বিপন্ন করেছেন কিন্তু ভাষা আন্দোলনের প্রশ্নে আপস করেননি। ভাষা আন্দোলনের আত্মত্যাগী এই নারীকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা। নাম 'ভাষার জন্য মমতাজ'।

সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমা। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই সিনেমার একটি ছবি প্রকাশ্যে এসেছে।

সিনেমায় ভাষা আন্দোলনের নেত্রী মমতাজের ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ আক্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। তার স্বামী ফরিদপুরের (গোপালগঞ্জ) মান্নাফের ভূমিকায় থাকবেন গাজী আব্দুন নূর। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সারোয়ার তামিজ উদ্দিন।

সরকারি অনুদানের নির্মিতব্য এ সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন কাজী হায়াৎ, মুনমুন আহমেদ, সুব্রত ও কাওছার চৌধুরী প্রমুখ।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com