কঙ্গোতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১৬৯


আন্তর্জাতিক ডেস্ক , : 17-12-2022

কঙ্গোতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১৬৯

কঙ্গোর রাজধানী কিনশাসায় কয়েকদিন যাবত ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৬৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জাতিসংঘের তথ্যমতে, পশ্চিম ও মধ্য আফ্রিকায় এই ভয়াবহ বন্যায় ২ দশমিক ৯ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর রাতভর ভারী বর্ষণের ফলে বন্যার সৃষ্টি হয়। এতে দেশটির কয়েকটি জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় অন্তত ২৮০টি ঘরবাড়ি ধসে পড়েছে। ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে ভারী বর্ষণে কিনশাসায় কমপক্ষে ৩৯ জন মানুষ মারা গিয়েছিল। সেসময় কয়েকটি জেলা প্লাবিতসহ ভবন ও রাস্তাগুলো ধসে পড়েছিল।

এদিকে, দেশটির কিনশাসার শহরে সাম্প্রতিক বছরগুলোতে বিপুল মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। সেখানে বর্তমানে প্রায় ১৫ মিলিয়ন মানুষের বসবাস।

ঢাকা বিজনেস/এম

 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]