আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি , : 21-02-2023

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আমাদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। 

তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম। 

সফিকুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা বাণিজ্যিক কার্যক্রম শুরু করবেন।’ 

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।’

ঢাকা বিজনেস/আজহার/এনই/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com