মোংলায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ১


বাগেরহাট সংবাদদাতা , : 17-02-2023

মোংলায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ১

মোংলায় রাস্তার পাশে থামানো ট্রাকের পেছনে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সের চালক হারেজ মিয়া (৪৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের মোংলা উপজেলার পাওয়ার হাউজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অ্যাম্বুলেন্স চালক যশোর সদরের ভেকুটিয়া এলাকার মৃত খন্দকার আমিন হোসেনের ছেলে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মোংলা বন্দর হাসপাতালে পাঠিয়েছে।

মোংলা থানার এসআই হাদীউজ্জামান জানান, খুলনা থেকে অ্যাম্বুলেন্সে সিজারিয়ান একটি মৃত বাচ্চাসহ ৪ জন নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা দেন। মোংলার পাওয়ার হাউজ এলাকায় থামানো একটি গ্যাস সিলিন্ডটার বোঝাই ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্স। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স ড্রইভার নিহত হন। অ্যাম্বুলেন্সে থাকা আহতদের মোংলা বন্দর হাসপাতালে পাঠানো হয়। এতে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা রেফার্ড করা হয়।

বাপ্পা/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]