‘পুষ্পা ২’ তে থাকছেন না সামান্থা


বিনোদন ডেস্ক , : 16-02-2023

‘পুষ্পা ২’ তে থাকছেন না সামান্থা

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার একটি আইটেম গানে দেখা গিয়েছিল তাকে। তিনি ‘ও আন্তাভা’গানে কয়েক মিনিট নেচেই ঝড় তুলেছিলেন ভক্তদের মনে। ‘পুষ্পা ২’-তে সামান্থাকে দেখার অপেক্ষা ছিল ভক্তদের। কিন্তু ভক্তদের সেই আশা আর পূরণ হচ্ছে না। ‘পুষ্পা ২’ ছবির আইটেম গানে তিনি আর নাচবেন না।



মূলত, ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে নেচে জনপ্রিয়তার পাশাপাশি যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য আবেগাপ্লুত সামান্থা। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি আর কোনো আইটেম গানে নাচবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এদিকে, গেল বছরের ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’–এর শুটিং। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল গেল বছরের সর্বোচ্চ আয় করা অন্যতম ভারতীয় ছবি। সামান্থাকে ‘পুষ্পা ২’সিনেমার একটি গানে নাচার পাশাপাশি কিছু সিনে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু না করে দিয়েছেন তিনি। তবে, সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে মুক্তি পাবে সিনেমাটি। সূত্র : আনন্দবাজার

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com