মোংলায় সুন্দরবন দিবসে র‌্যালি ও আলোচনা সভা


বাগেরহাট সংবাদদাতা , : 14-02-2023

মোংলায় সুন্দরবন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সুন্দরবন দিবস উপলক্ষে মোংলায় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মোংলা উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনা সভা হয়। 

‘বাঁচাই সুন্দরবন বাঁচাই পরিবেশ, টেকসই হোক আমাদের বাংলাদেশ’ এ স্লোগানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মোংলার আহ্বায়ক মো. নূর আলম শেখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেমস্ শরৎ কর্মকার, সুন্দরবন একাডেমির সুনীতি রায়, বাদাবন সংঘের অজিফা খাতুন, ভিলেজ টাইগার রেসপন্স টিম লিডার আলমগীর শিকদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, বাপা নেতা নাজমুল হক, আব্দুর রশিদ হাওালাদার, কমলা সরকার, শেখ রাসেল, হাছিব সরদার, ইয়ুথ পিস্ এম্বাসেডর শিকদার ইয়াসিন আরাফাত, ব্রেভ ইয়ুথ গ্রুপ লিডার মো. শাহ আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা ১৪ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানান। বক্তারা বিশ্ব ভালোবাসা দিবসে সবাইকে সুন্দরবনকে ভালোবাসার অঙ্গীকার গ্রহণের আহ্বান জানান। সমাবেশের পরে সুন্দরবন দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি মোংলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে মোংলা পৌর শহীদ মিনারে সুন্দরবন বিষয়ক শিশু চিত্রাঙ্কন-উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, লাঠি খেলা হয়।

প্রসঙ্গত, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন একাডেমি, ব্লু প্লানেট ইনিশিয়েটিভ (বিপিআই), বাদাবন সংঘ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

বাপ্পা/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]