তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে: জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক , : 12-02-2023

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে: জাতিসংঘ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ অথবা তার চেয়ে বেড়ে যাবে বলে জানিয়েছেন জাতিসংঘ ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস। তিনি শনিবার (১১ ফেব্রুয়ারি) সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস (ভূমিকম্পের কেন্দ্রস্থল) শহরে এসে এতথ্য জানান।   

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি সঠিক হিসেব দেওয়া কঠিন। তবে আমি নিশ্চিত এটি দ্বিগুণ কিংবা তার চেয়ে বেশি হবে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা প্রকৃতপক্ষে মৃতের সংখ্যা গণনা শুরু করিনি।’

এদিকে কর্মকর্তা এবং হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তুরস্কে ২৪,৬১৭ এবং সিরিয়ায় ৩,৫৭৪ জন মারা গেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯১ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, হিমশীতল আবওহায়া উপেক্ষা করে হাজার হাজার উদ্ধারকর্মী এখনও তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বৈরী আবহাওয়ার কারণে গৃহহারা লাখ লাখ মানুষ অবর্ণনীয় অবস্থায় রয়েছেন। তাদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, তুরস্ক ও সিরিয়ায় অন্তত ৮ লাখ ৭০ হাজার লোকের জরুরি ত্রাণ প্রয়োজন। এদিকে, সিরিয়ায় ৫৩ লাখ লোক গৃহহীন হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে শক্তিশালী এই ভূমিকম্পে ২ কোটি ৬০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঢাকা বিজনেস/এম 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com