চুয়াডাঙ্গা সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার


চুয়াডাঙ্গা সংবাদদাতা , : 11-02-2023

চুয়াডাঙ্গা সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালের দিকে মুন্সীপুর সীমান্তের সরদারপাড়া এলাকা থেকে  স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে মুন্সীপুর সীমান্তের সরদারপাড়া এলাকার মাঠে অবস্থান নেয় বিজিবির মুন্সীপুর বিওপির টহল দল। এসময় এক ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবির সদস্যরা দুইভাগে বিভক্ত হয়ে তাকে ধাওয়া করলে ওই চোরাকারবারী তিনটি প্যাকেট ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যান। পরবর্তী সময়ে বিজিবির টহলদল ওই স্থান থেকে তিনটি প্যাকেট উদ্ধার করে।

তিনি আরও জানান, স্বর্ণের বারের ওজন ১ কেজি ১০০ গ্রাম। বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা এবং দামুড়হুদা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মিজান/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]