পদোন্নতি পেলেন ডিএসই’র দুই জিএম


স্টাফ রিপোর্টার , : 09-02-2023

পদোন্নতি পেলেন ডিএসই’র দুই জিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর দুই জিএম(জেনারেল ম্যানাজার) সিনিয়র জিএম পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি ডিএসইর পর্ষদ সভায় এ পদোন্নতি দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র এইচআর এবং এডমিনের দায়িত্বে থাকা মোহাম্মদ সামিউল ইসলামকে জিএম থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আর কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আসাদুর রহমানকে জিএম থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দুই যুগের বেশি সময় ধরে ডিএসইর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছে মোহাম্মদ সামিউল ইসলাম। অন্যদিকে একযুগেরও বেশি সময় ধরে ডিএসইর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আসাদুর রহমান।

ঢাকা বিজনেস/তারেক/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com