বাংলাদেশ থেকে পাওনা আরও ৯০ কোটি ডলার, দাবি আদানি পাওয়ারের


ঢাকা বিজনেস ডেস্ক , : 06-05-2025

বাংলাদেশ থেকে পাওনা আরও ৯০ কোটি ডলার, দাবি আদানি পাওয়ারের

বাংলাদেশ সরকারের কাছে আদানি পাওয়ারের পাওনা প্রায় ৯০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা আল্ট্রা-সুপারক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে আদানি পাওয়ার। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া

সম্প্রতি এক ভিডিও কনফারেন্সে দিলীপ ঝা বলেন, “আমরা এখন পর্যন্ত প্রায় ২০০ কোটি ডলারের বিল করেছি। এর মধ্যে ১২০ কোটি ৭০ লাখ ডলার পরিশোধ পেয়েছি এবং ১৩ কোটি ৬০ লাখ ডলার লেট পেমেন্ট সারচার্জ হিসেবে বিল করা হয়েছে। হিসাব অনুযায়ী, বাংলাদেশ সরকারের কাছে আমাদের মোট পাওনা প্রায় ৯০ কোটি ডলার।”

একই কনফারেন্সে আদানি পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস বি খেয়ালিয়া জানান, “বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি অব্যাহত রয়েছে এবং সরবরাহ বন্ধ করার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।” বকেয়া বিল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাম্প্রতিক ত্রৈমাসিকে বকেয়ার পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ আমরা এখন মাসিক বিলের তুলনায় বেশি অর্থ পাচ্ছি।”

উল্লেখ্য, আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের (এপিজেএল) মালিকানাধীন ১,৬০০ মেগাওয়াটের গোড্ডা থার্মাল পাওয়ার প্ল্যান্টটি ঝাড়খণ্ডের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎকেন্দ্র। এটি প্রথম ভারতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র যা ১৩০ কিলোমিটার দীর্ঘ, ৪০০ কেভির ক্রস-কান্ট্রি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সরাসরি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে।

বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট (৮০০ মেগাওয়াট) ২০২৩ সালের ৬ এপ্রিল এবং দ্বিতীয় ইউনিট (৮০০ মেগাওয়াট) ২০২৩ সালের ২৬ জুন চালু হয়। বর্তমানে এটি বাংলাদেশের জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে চলেছে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com