ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার , : 07-02-2023

ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারে কোম্পানির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কোম্পানির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এই প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সম্মেলন ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো.নজরুল ইসলাম এবং এসইভিপি গোলাম মোস্তফা। এছাড়া.উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে,  সোমবার (৬ ফেব্রুয়ারি) কোম্পানির সর্বশেষ সমাপনী দর ছিল  ৯ দশমিক ৩০ টাকা। কোম্পানির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৮৬ কোটি ৯৩ লাখ টাকা। ব্যাংকের বর্তমানে মোট শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ৭৬০টি; যেখানে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৩২ দশমিক ৯৪ শতাংশ, স্পন্সর পরিচালকদের শেয়ার রয়েছে ৫৬ দশমিক ৫০ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১০.৫৬ শতাংশ। 

/ঢাকা বিজনেস/এনই/

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]