সিলেট টেস্ট: জিম্বাবুয়েকে ১৭৪ রানের টার্গেট দিলো বাংলাদেশ


ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক , : 23-04-2025

সিলেট টেস্ট: জিম্বাবুয়েকে ১৭৪ রানের টার্গেট দিলো বাংলাদেশ

জিম্বাবুয়েকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্ট জিততে হলে বাংলাদেশকে এর আগেই অল আউট করতে হবে সফরকারীদের। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করতে পারে টাইগাররা। প্রথম ইনিংসের ১৯১ রান মিলিয়ে তাদের মোট সংগ্রহ ৪৪৬। অন্যদিকে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করেছিল ২৭৩ রান। 

চতুর্থ দিন ভেজা আউটফিল্ডের কারণে কিছুটা দেরিতে শুরু হয়েছিল খেলা। অধিনায়ক শান্ত আগের দিন ৬০ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন সকালে কোনো রান যোগ না করেই ফেরেন তিনি। জাকের আলী করেন ৫৮, মেহেদী হাসান মিরাজ ১১, তাহজিুল ইসলাম ১, হাসান মাহমুদ ১২ এবং খালেদ শূণ্য রানে আউট হন। শূন্য রানে অপরাজিত ছিলেন নাহিদ রানা। ২৫৫ রানে থামে টিম টাইগার। 

জিম্বাবুয়ে প্রথম ইনিংসে এগিয়ে ছিল ৮২ রানে। ফলে তাদের টার্গেট দাঁড়ায় ১৭৪। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ে প্রথম ওভারে বিনা উইকেটে ৪ রান তুলেছে। এখন তাদের দরকার আর ১৭০ রান। 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com