কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ নিহত


আন্তর্জাতিক ডেস্ক , : 23-04-2025

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ নিহত

জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় গতকাল পাহালগামে পর্যটকদের উপর গুলি চালানোয় ২৬ জন নিহত এবং আরও অনেক আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর কর্মকর্তা এবং একজন ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তা রয়েছেন। দুর্গম এলাকা হওয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আহতদের উদ্ধার করা হয়, যেখানে পৌঁছানো যায় শুধু পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে।

ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাতের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট গ্রহণ করেন। এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে তাঁর দু’দিনের সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফিরে আসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহালগামের বৈসারণ উপত্যকায় হঠাৎ করেই জঙ্গিরা জঙ্গল থেকে বেরিয়ে এসে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মর্মান্তিক দৃশ্যে দেখা যায়, বহু মানুষ মাটিতে নিস্তেজ হয়ে পড়ে আছেন, এবং অনেক নারী কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।

এই হামলার সময়ই প্রধানমন্ত্রী মোদী সৌদি আরবে এবং যুক্তরাষ্ট্রের সহ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স ভারতে অবস্থান করছিলেন। মোদী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সন্ত্রাসবাদ বিরোধী আমাদের সংকল্প অটুট এবং ভবিষ্যতে আরও দৃঢ় হবে। ওদের দুষ্কৃতী উদ্দেশ্য কোনোদিনই সফল হবে না।”

যুক্তরাষ্ট্রের সহ-রাষ্ট্রপতি ভ্যান্সও এই হামলার কড়া নিন্দা জানান এবং বলেন, “গত কয়েকদিনে ভারতের সৌন্দর্য ও মানুষের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গভীরভাবে বিচলিত’ উল্লেখ করে বলেন, “যুক্তরাষ্ট্র ভারতবাসীর পাশে আছে।” হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শীঘ্রই কথা বলবেন।

ঘটনার পর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক ডাকা হয়, যেখানে উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থার প্রধান তপন ডेका, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, সিআরপিএফ মহাপরিচালক জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। অনলাইনে যুক্ত হন জম্মু ও কাশ্মীরের পুলিশপ্রধানও। অমিত শাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গেও কথা বলেন।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, হামলার পর জঙ্গিদের দমন করতে বিশেষ অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, “পাহালগামের হামলাকারীদের এই জঘন্য অপরাধের কঠিন মূল্য দিতে হবে।”

পূর্ববর্তী সফরে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন, বিশেষ করে জম্মু অঞ্চলে নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। তিনি অনুপ্রবেশের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিও জোরালো করেন।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, বনভূমি ও হ্রদসমৃদ্ধ পাহালগাম কাশ্মীরের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। প্রতি গ্রীষ্মে এখানে হাজার হাজার পর্যটক ভিড় করেন। এই হামলাটি ঘটল পর্যটন মৌসুমের শীর্ষ সময়ে, যখন সারা দেশে অমরনাথ যাত্রার নিবন্ধন চলছে। চলতি বছর ৩ জুলাই শুরু হতে যাওয়া ৩৮ দিনের অমরনাথ যাত্রা দুটি পথে অনুষ্ঠিত হবে—৪৮ কিলোমিটার দীর্ঘ পাহালগাম রুট ও ১৪ কিলোমিটার দীর্ঘ কিন্তু খাড়া বালতাল রুটে।

বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

পাহালগামে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের নানা দেশের শীর্ষ নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভারতবাসীর পাশে থাকার বার্তা দিয়েছেন।

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “কাশ্মীর থেকে আসা খবর অত্যন্ত মর্মান্তিক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবাসীর পাশে আছে আমেরিকা।”

পুতিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী মোদীর কাছে পাঠানো চিঠিতে এই বর্বর হামলার নিন্দা জানিয়ে বলেন, “রাশিয়া সন্ত্রাসবাদ দমনে সব সময় অঙ্গীকারবদ্ধ।”

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডেওন সাআসও পর্যটকদের ওপর এই নৃশংস হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com