হামজাকে নিয়ে যা বললেন কোচ কাবরেরা


ঢাকা বিজনেস ডেস্ক , : 18-03-2025

হামজাকে নিয়ে যা বললেন কোচ কাবরেরা

হামজা চৌধুরী স্বপ্ন দেখছেন, ষোলো কোটি মানুষকে দেখাচ্ছেন। সোমবার দেশের মাটিতে পা রাখার পর সিলেটি ভাষায় বলেছেন, ‘ইনশাআল্লাহ উইন খরমু।’ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডারের সুরেই কণ্ঠ মিলিয়েছেন হাভিয়ের কাবরেরা। বাংলাদেশ দলের কোচ মেতেছেন হামজা বন্দনায়।

সৌদি আরব থেকে অনুশীলন সেরে আজ সকালে দেশে এসেছেন জামালরা। কয়েক দিন দেশে সারবে অনুশীলন। এরপর এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে। ওই দলে থাকছেন হামজা। 

ইংলিশ লিগে খেলা হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া নিয়ে কাবরেরা বলছেন, ‘হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া বিশাল সম্ভাবনার। সবাই বেশ খুশি। সব খেলোয়াড় যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করে অনুশীলন করতে মুখিয়ে আছে। প্রায় প্রতিটি সপ্তাহেই তার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমরা সামনে দেখছি এবং তার সাথে দেখা করে কিভাবে ভারতকে হারাব সে পরিকল্পনার জন্য অপেক্ষা করছি।’

কাবরেরা ভাসাচ্ছেন হামজা বন্দনায়, ‘হামজার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা, নেতৃত্ব, পেশাদারিত্ব কার্যকরী হবে। আমার মনে হয় সেও জাতীয় দলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন। সুতরাং, অবশ্যই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঘরের মাঠে ভারতের খেলাকে আমরা সমীহ করি, কঠিন একটি ম্যাচ হবে। তবে অতীতের তুলনায় আমরা ভালো অবস্থায় আছি এবং হামজা আমাদের কিছুটা সুবিধা দেবে। আমাদের লক্ষ্য তাদের বিপক্ষে জয় আনা।’

২৫ ফেব্রুয়ারি শিলংয়ে বসবে ভারতের বিপক্ষে ম্যাচ। এরআগে দল গুছিয়ে নিচ্ছে কাবরেরা। পরিকল্পনাও কষে নিচ্ছেন। স্বাগতিক হিসেবে ভারতকে এগিয়েও রাখছেন। তবে ছাড় না দেওয়ার প্রত্যয় শুনিয়েছেন স্প্যানিশ কোচ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com