শেয়ার কিনবেন তসরিফার পরিচালক


স্টাফ রিপোর্টার , : 06-02-2023

শেয়ার কিনবেন তসরিফার পরিচালক

তসরিফা ইন্ডাস্ট্রিজের স্পন্সর পরিচালক নাইম হাসান বিদ্যমান বাজার দরে ৩ লাখ ৭১ হাজার ২৮৮টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে  বাজার দরে কোম্পানিটি ব্লক মার্কেট থেকে শেয়ার কিনবে।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা গেছে, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে আরও জানা গেছে, কোম্পানিটির সোমবার,০৬ ফেব্রুয়ারি সর্বশেষ সমাপনী দর ছিল ১৯ দশমিক ৩০ টাকা। ২০২২ সালের ৩০ জুন কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা। বর্তমানে কোম্পানির মোট শেয়ার সংখ্যা রয়েছে ৬ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ১১৯টি; যেখানে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৩৩ দশমিক ৮১ শতাংশ, স্পন্সর পরিচালকদের শেয়ার রয়েছে ৪৭ দশমিক ১২ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৯ দশমিক ০৭ শতাংশ।  

ঢাকা বিজনেস/তারেক/এনই/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com