কন্যা আরাধ্যার প্রভাব অভিষেক বচ্চনের সিনেমায়


ঢাকা বিজনেস ডেস্ক , : 10-03-2025

কন্যা আরাধ্যার প্রভাব অভিষেক বচ্চনের সিনেমায়

গত বছর অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন— বলিপাড়ার এমন খবরে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। কিন্তু বছরের শেষ মুহূর্তে এসে নিজেরাই সেই জল্পনায় পানি ঢেলে দেন। বচ্চন দম্পতি দিব্যি আছেন। আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে থেকেই ফের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়াই দেননি এ তারকা দম্পতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়েছেন, কন্যা আরাধ্যার বড় প্রভাব রয়েছে তার জীবনে। এমনকি কাজের জগতেও মেয়ের বড় প্রভাব রয়েছে। ‘বি হ্যাপি’ নামে একটি সিনেমাতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। এ সিনেমায় একাকী বাবার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা। কন্যার সঙ্গে বাবার সমীকরণ তুলে ধরা হয়েছে এ সিনেমায়। এখানেই আরাধ্যার সঙ্গে তার সম্পর্ক বড় ভূমিকা পালন করেছে। 

অভিষেক বলেন, বাস্তবের সঙ্গে যোগ তৈরি করা গেলে, সিনেমার চরিত্র আরও ভালো করে ফুটিয়ে তোলা সহজ হয়ে ওঠে। বাস্তবের অভিজ্ঞতা থেকে আবেগ ফুটিয়ে তোলা সহজ।

বর্তমানে আরাধ্যার বয়স ১৩। এমনই বয়সের এক কিশোরীর বাবার চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। জুনিয়র বচ্চন এ প্রসঙ্গে বলেন, অভিনেতা হিসেবে আমরা সবাই সবসময়ে ব্যক্তিগত জীবনের সঙ্গে যোগ খোঁজার চেষ্টা করি। বাস্তবের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পেলে অভিনয় আরও সহজ হয়ে ওঠে। নিখুঁতভাবে চরিত্রটি ফুটিয়ে তোলা সম্ভব হয়।

এ সিনেমাতে অভিষেকের কন্যার চরিত্রে অভিনয় করেছে ইনায়ত ভার্মা। ‘লুডো’ সিনেমাতেও অভিষেকের কন্যার চরিত্রে অভিনয় করেছিল ইনায়ত। এ ছাড়া এ সিনেমায় আরও আছেন নোরা ফাতেহি, হারলিন শেঠি, জনি লিভার প্রমুখ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com