যৌন নিপীড়নের দায়ে অস্ট্রেলিয়ায় বিজেপি নেতার ৪০ বছরের কারাদণ্ড


ঢাকা বিজনেস ডেস্ক , : 10-03-2025

যৌন নিপীড়নের দায়ে অস্ট্রেলিয়ায় বিজেপি নেতার ৪০ বছরের কারাদণ্ড

অস্ট্রেলিয়ার একটি আদালত সম্প্রতি ভারতীয় জনতা পার্টির নেতা (বিজেপি) বালেশ ধঙ্করকে পাঁচজন দক্ষিণ কোরিয়ান নারীর উপর যৌন নিপীড়নের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য ৪০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।   সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

৪৩ বছর বয়সি ধঙ্কর, যিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি স্যাটেলাইট গ্রুপ প্রতিষ্ঠায় সক্রিয় ছিলেন এবং হিন্দু কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র হিসেবেও কাজ করেছিলেন, ১৩টি যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি একাধিক অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন।

ধঙ্কর ভারতের হরিয়ানার একজন বাসিন্দা, একসময় আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করতেন, কিন্তু পরবর্তীতে তিনি এই জঘন্য অপরাধগুলো সংঘটিত করেন। তার বাবা ভারতীয় বিমান বাহিনীর এক সাবেক কর্মকর্তা ছিলেন এবং দিল্লি সরকারের ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে কাজ করেছিলেন, তাদের পরিবারে খ্যাতি ছিল।  

আদালতের রায় অনুযায়ী, ধঙ্কর একটি সিরিজ যৌন আক্রমণ পরিকল্পনা করেছিলেন, যেখানে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে তিনি নারীদের আকৃষ্ট করতেন। 

বিজ্ঞাপনগুলোর মাধ্যমে চাকরির সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হতো, কিন্তু নারীরা যখন সাড়া দিতেন, তখন ধঙ্কর তাদের মদ্যপ করে অচেতন করে বা অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের ওপর আক্রমণ করতেন। প্রতিবেদন অনুযায়ী, ধঙ্কর ওই সব নারীদের চেহারা, বুদ্ধিমত্তা এবং সৌন্দর্য অনুযায়ী একটি এক্সেল স্প্রেডশিটে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখতেন।

এছাড়া, তিনি এই আক্রমণগুলোর ভিডিও ধারণ করতেন এবং পরবর্তীতে সেগুলো সংরক্ষণ করতেন। তার নিপীড়নের শিকার নারীরা, যাদের বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে ছিল, এই ঘটনার সময় অচেতন ছিলেন বা অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন। ২০২৩ সালে, অস্ট্রেলিয়ার আদালত ধঙ্করকে ৩৯টি অপরাধে দোষী সাব্যস্ত করেছিল, যার মধ্যে ছিল ১৩টি যৌন নিপীড়ন ঘটনা। 

এই অপরাধী নেতার কর্মকাণ্ড ভারতীয় সমাজে কিছু লোকের নৈতিক অবক্ষয়ের বিষয়টি সামনে এনেছে। তার কর্মকাণ্ড অনেকের জন্য একটি বড় ধাক্কা। বিশেষ করে, বিজেপি এবং মোদি সরকারের নারী অধিকার সুরক্ষা বাস্তবায়নে এই ধরনের ব্যক্তিদের নেতৃত্বে আসা বড় প্রশ্ন উঠেছে।

 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com