সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন ১০২ কোটি টাকা


ঢাকা বিজনেস ডেস্ক , : 04-03-2025

সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন ১০২ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ মার্চ) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ০৬ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৩ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৭ টির, কমেছে ১৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৮ টি কোম্পানির শেয়ারদর।


 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com