কাজে ফিরেছেন কোয়েল


ঢাকা বিজনেস ডেস্ক , : 23-02-2025

কাজে ফিরেছেন কোয়েল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। এর আগে থেকেই ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে। এবার আবারও ফিরেছেন কাজে।

তবে সিনেমার শুটিং নয় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ড্যান্স পারফরম্যান্সের শুটিং করেছেন তিনি। মাতৃত্বের বিরতির পর কাজে ফিরে উচ্ছ্বসিত কোয়েল।

যা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে কোয়েল বলেন, ‘স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকে প্রায় ১০ জন নায়কের সঙ্গে পারফর্ম করলাম, এটা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা। এর আগে শেষবার পারফর্ম করেছিলাম প্রেগন্যান্সির আগে।

এর আগে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, ২০২০ সালে তার প্রথম সন্তান কবীরের জন্মের পর তিনি নিয়মিত যোগাসন, নাচ, পিলাটেস করে নিজেকে ফিট রেখেছিলেন। এবারও একইভাবে নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রেখেছেন।

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে কোয়েল শেষ করেছেন তিনটি সিনেমার কাজ। তার মুক্তির অপেক্ষায় আছে ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘স্বার্থপর’, ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমাগুলো।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com