হয়ে গেলো জিরো অলিম্পিয়াড: ক্রীড়া পার্টনার বিএসডিএফ


ঢাকা বিজনেস ডেস্ক , : 12-02-2025

হয়ে গেলো জিরো অলিম্পিয়াড: ক্রীড়া পার্টনার বিএসডিএফ

এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো জিরো অলিম্পিয়াডের সৃজনশীল প্রদর্শনী ও পুরস্কার প্রদান। অনুষ্ঠানে টেকসই উন্নয়নে জাতিসংঘ ঘোষিত ১৭টি লক্ষ্যমাত্রার আলোকে সারা বাংলাদেশ থেকে সেরাদের কাজের পরিকল্পনা ও তা বাস্তবায়নের উপায় উপস্থাপন করা হয়।

‘জিরো অলিম্পিয়াড উইথ ফাতেহা আয়াত’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানটি ছিল রাজধানীর বিয়াম মিলনায়তনে। গত শনিবারের (৮ ফেব্রুয়ারি) ওই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের এসডিজি অ্যাকশন উইনার এস্তোনিয়ার হেইডি সলবা। 

ফাহিতহা আয়াত হচ্ছেন ‘ইউএস প্রেসিডেন্ট’স এডুকেশন অ্যাওয়ার্ড’ বিজয়ী বাংলাদেশী কিশোরী। যিনি শিশু অধিকার ও জলবায়ু নিয়ে কাজ করছেন। 

শনিবারের আয়োজনে সারা বাংলাদেশ থেকে ১৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। যারা এসডিজি’র ১৭টি লক্ষ্যমাত্রার একেকটি নিয়ে কাজ করছেন। তাদের কাজের মূল বিষয় শিশু, মানবাধিকার ও জলবায়ু উন্নয়ন। 

অনুষ্ঠানে বিজয়ীরা বিভিন্ন নতুন উদ্যোগ পরিকল্পনা উপস্থাপন করেন। জুরি বোর্ড সদস্যরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের পরিকল্পনাগুলোর বিস্তারিত জেনে নেন। 

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা। জিরো অলিম্পিয়াড বিজয়ীদের ক্রীড়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ স্পোর্টস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএসডিএফ)। প্রতিষ্ঠানের সিইও এম কে বাশার এবং পরিচালক উদয় হাকিম বিজয়ীদের জন্য পার্টনারশিপ বোর্ড হস্তান্তর করেন। এছাড়া মজারু, ম্যাটাডোর, সাইফুরস, মানা বে, সুবর্ণগ্রাম রিসোর্ট এসব প্রতিষ্ঠান জিরো অলিম্পিয়াডের পার্টনার হিসেবে আয়োজনে যুক্ত ছিল।  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com