বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু


ঢাকা বিজনেস ডেস্ক , : 10-02-2025

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু

ভারতে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অতিথিদের সামনেই মঞ্চে নাচার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, একটি হিন্দি গানের তালে নাচতে নাচতে হঠাৎ ফ্লোরে ঢলে পড়ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মৃত ওই তরুণীর নাম পরিনিতা জৈন। তিনি ইন্দোরের বাসিন্দা। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশা এসেছিলেন। শনিবার রাতে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ২৩ বছরের পরিনিতা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর আগে পরিনিতা ‘হালদি’ অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন যেখানে ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। বলিউডের জনপ্রিয় একটি গানের তালে নাচার সময় মঞ্চে হঠাৎ ঢলে পড়েন তিনি।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ হয়। পরিবারের সদস্যরা এবং ডাক্তার যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করলেও তিনি আর সাড়া দেননি।

পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com