লঞ্চ নয়, চার্টার্ড বিমানে বরিশাল গেলেন তামিমরা


নিজস্ব প্রতিবেদক , : 09-02-2025

লঞ্চ নয়, চার্টার্ড বিমানে বরিশাল গেলেন তামিমরা

বিপিএলে গত আসরে শিরোপা জয়ের পর থেকেই বরিশালবাসীদের দাবি ছিল লঞ্চে করে ট্রফি বরিশাল নিয়ে আসার। ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমান অবশ্য গত আসরে যেতে না পারলেও এই আসরে দুই ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেলো দলটা ট্রফি নিয়ে লঞ্চে নয়, চার্টার্ড বিমানে করে বরিশালে পৌঁছেছে। সময় স্বল্পতার কারণেই মূলত লঞ্চযাত্রা বাদ দিতে হয়েছে বলে জানিয়েছেন মিজানুর রহমান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে চিটাগং কিসংকে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। রবিবার দুপুরে দলের ক্রিকেটার, কোচিং স্টাফসহ মালিকপক্ষের সবাই মিলে চার্টার্ড বিমানে করে বরিশালে পৌঁছেছেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা তিনটার দিকে বরিশালের বেলস পার্কে ভক্তদের সামনে হাজির হন তামিম ইকবাল-তাওহীদ হৃদয়রা। 

রবিবার দুপুরে দুইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড বিমানে বরিশালে পৌঁছান তারা। বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান। প্রথমে তারা মধ্যাহ্নভোজ সেরে নেন, তার পর বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।   

এদিকে, বিপিএল শেষ হওয়ার পর দিনই শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। জাতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন, যারা বরিশালেও ছিলেন। ফলে স্বল্প সময়ের জন্যই লঞ্চে করে বরিশাল যাওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হয়েছে। কেননা তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, নাজমুল হোসনে শান্তরা আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। আগের দিন তারা অনুশীলন করেননি, রবিবারও বরিশালে যাওয়ার কারণে অনুশীলনে ছিলেন না। সোমবার থেকে পুরোদমে অনুশীলনে ফিরবেন শান্ত-মুশফিকরা। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com