শীতলক্ষ্যায় অপো রেনো-১৩ সিরিজের এআই ফোন উন্মোচন


নিজস্ব প্রতিবেদক , : 09-02-2025

শীতলক্ষ্যায় অপো রেনো-১৩ সিরিজের এআই ফোন উন্মোচন

অপো রেনো-১৩ সিরিজের ফোর জি ও ফাইভ জি এআই ফোন উন্মোচন করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) শীলক্ষ্যায় ভাসমান লঞ্চে এই ফোন উন্মোচিত হয়।  

ভাসমান লঞ্চটি পূর্বাচলের শিমুলিয়া থেকে নরসিংদীর ঘোড়াশাল পর্যন্ত গিয়ে আবার শিমুলিয়া ঘাটে এসে ভেড়ে। নদীপথেই রেনো সিরিজের এআই প্রযুক্তির নতুন ফ্লাগশিপ ফোন অবমুক্ত করলো অপ বাংলাদেশ। নৌপথেই পানির সঙ্গে খেললো ফ্লাগশিপ ফোনটি। দেখানো হলো কৃত্রিম বুদ্ধিমত্তায় কতটা সহজ হবে ছবি বা ভিডিও এডিটিং; এমনকি অফিসের কাজ।

গণমাধ্যম কর্মীদের নিয়ে রিভার ক্রুজে দেখানো হলো রেনো ১৩ ফোরজি এবং ফাইভ জি’র প্রযুক্তি নান্দনিকতা।

অনুষ্ঠানে  পানিভর্তি জারে চুবিয়ে রাখা হলো নতুন ফোন। পানির নিচে চললো ভিডিও রেকর্ডিং। সেশনে অপ বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক এম এ রাকিব জানালেন, সাধ্যের মধ্যেই স্বপ্নের এই ফোনটিতে মিলবে অভিজাত ব্র্যান্ডের সব সুবিধা।

শূককিট থেকে দৃষ্টিনন্দন প্রজাপতি যেমনটা সবার নজর কাড়ে তেমনি নতুন ফোনটিও গ্রাহককে চমকিত করবে বলেই মনে করছেন তিনি। রাকিব বললেন, পানির নিচের ফোটোগ্রাফির ছড়াছড়ি দেখা যাবে সোশ্যাল মিডিয়ায়। ২ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত লাইভ ভিডিও ব্রডকাস্ট করতে পারবে। এক্ষেত্রে পানির ঘনত্ব বুঝে মোবাইলটি তার ক্যামেরার আলোকে প্রয়োজন মত নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি এরা এর কারণে দেশ থেকে আগের এবং পরের ছবি ক্যাপচার করতে পারে। ফোনটি বাজারে ছাড়া হচ্ছে তিন এবং গ্রাফাইট গ্রে রঙে।

এ সময় অপো বাংলাদেশের গণমাধ্যম মুখপাত্র নাজমুস সাকিব, অপাস ব্যবস্থাপক আল‌ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com