বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যাংকনির্ভরশীল হয়ে উঠেছেন: শেখ শামসুদ্দিন আহমেদ


স্টাফ রিপোর্টার , : 05-02-2023

বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যাংকনির্ভরশীল হয়ে উঠেছেন: শেখ শামসুদ্দিন আহমেদ

বিশ্বব্যাপী বন্ড মার্কেটের যে অবস্থান, সে তুলনায় আমাদের দেশের বন্ড মার্কেট দুর্বল জায়গায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন,  ‘শেয়ারবাজারের মাধ্যমে যে অর্থায়ন হওয়ার কথা, সেটি করা যাচ্ছে না। অর্থায়নের ক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যাংকের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছেন।’ রবিবার (০৫ ফেব্রুয়ারি) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য ‘বন্ড ফিচারস অ্যান্ড ট্রেডিং অব বন্ড অন দ্য এক্সচেঞ্জ প্লাটফর্ম’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ শামসুদ্দিন বলেন, ‘ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিনিয়ত লাভের পরিমাণ কম বেশি হওয়ার কারণে নিয়মিত ব্যাংকঋণ পরিশোধ করা কঠিন হয়ে যায়। এজন্য আমাদের এমন একটি পথে যেতে হবে, যেন প্রতিষ্ঠানগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারে। এ সমস্যার সমাধানে আমাদের একটি শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তুলতে হবে।’

বিএসইসি কমিশনার বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আমরা এই সব প্রকল্পে অর্থায়ন করতে পারছি না। এক্ষেত্রে আমাদের বন্ড মার্কেটের একটি সুপ্ত ভবিষ্যৎ রয়েছে। বন্ড মার্কেটকে সহায়তা করার জন্য কমিশন বিভিন্ন আইন-কানুন প্রণয়ন করেছে।  আইন-কানুন সহজ করে বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি বন্ডগুলোকে সেকেন্ডারি মার্কেটে লেনদেনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আমাদের বন্ড মার্কেটে যে সব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সরকারের সব পক্ষ সবসময় গুরুত্ব সহকারে বিবেচনা করছে।’

এর আগে অনুষ্ঠানের শুরুতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার বলেন, ‘ইক্যুইটি মার্কেটের পাশাপাশি বন্ড মার্কেটও পুঁজিবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। লক্ষণীয় বিষয় হলো বন্ড মার্কেট সম্পর্কে আমাদের বিনিয়োগকারীদের ধারণা ততটা স্পষ্ট নয়। আমাদের পুঁজিবাজার মূলত ইক্যুইটি নির্ভর। যেকোনো দেশের পুঁজিবাজার উন্নয়নের জন্য ইকুইটি মার্কেটের পাশাপাশি বন্ড মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’ 

অনুষ্ঠানে ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগের উপায় নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার এইস এ মামুন, সরকারি সিকিউরিটিজের ট্রেডিং প্রক্রিয়ার ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন ডিএসই’র প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সাইদ মাহমুদ জুবায়ের,ডিএসই’র প্রডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার কামরুন নাহার। পুঁজিবাজারে সরকারি সিকিউরিটিজের সম্ভাবনার ওপর বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহামমদ আনোয়ার হোসেন৷

ঢাকা বিজনেস/তারেক/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com