শুক্রবার থেকে ছুটিতে যাচ্ছেন বিশ্বব্যাপী ইউএসএআইডির কর্মীরা


ঢাকা বিজনেস ডেস্ক , : 06-02-2025

শুক্রবার থেকে ছুটিতে যাচ্ছেন বিশ্বব্যাপী ইউএসএআইডির কর্মীরা

মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর হাজার হাজার কর্মীকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে ছুটিতে পাঠানো হবে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এই আদেশের প্রভাব পড়বে ইউএসএআইডির সকল সরাসরি নিয়োগপ্রাপ্ত সকল কর্মীর ওপর। তবে জরুরি মিশন কার্যক্রম, মূল নেতৃত্ব এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচির আওতায় থাকা কর্মীরা এ আদেশের বাইরে থাকবেন। খবর বিবিসি।

তবে কোন নির্দিষ্ট কাজগুলো এ আদেশে প্রভাবিত হবে, তা এখনো স্পষ্ট নয়। সংস্থার ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালের মধ্যে কর্মীদের এ বিষয়ে জানানো হবে।

ইউএসএইড নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। এই প্রতিষ্ঠানটির অর্থায়ন বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রতিষ্ঠানটিকে সন্ত্রাসী সংগঠন বলেও আখ্যা দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও ধনকুবের ইলন মাস্ক।

ট্রাম্প প্রশাসন বলেছে, ইউএসএআইডি অর্থ অপচয় করছে এবং সংস্থাটিকে প্রেসিডেন্টের নীতির সঙ্গে সামঞ্জস্য করতে হবে। ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের সমর্থন নিয়ে এই বাজেট কাটছাঁটের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সংস্থার কর্মীরা। তারা বলছেন, এই পদক্ষেপ মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলবে এবং জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে।

ইউএসএআইডি ১০০টিরও বেশি দেশে মানবিক সহায়তা প্রদান করে এবং বিশ্বব্যাপী রয়েছে প্রায় ১০ হাজার কর্মী। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস অনুযায়ী, এর দুই-তৃতীয়াংশ কর্মী বিদেশে কাজ করেন। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার বার্ষিক বাজেট প্রায় ৪০ বিলিয়ন ডলার (৩২.২৫ বিলিয়ন পাউন্ড), যা ফেডারেল ব্যয়ের প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ।

মঙ্গলবার সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ইউএসএআইডি জানিয়েছে, তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত কর্মীদের ৩০ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে এবং এর ব্যয় বহন করবে।

এদিকে মার্কিন প্রশাসনের মধ্যেই এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কূটনীতিক হিসেবে কাজ করেন এমন ব্যক্তিদের ইমেইল থেকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। তারা এটিকে অহেতুক সিদ্ধান্ত বলছেন।

এদিকে বড় অনিশ্চয়তার কথা জানিয়েছেন কর্মীরা। যুক্তরাষ্ট্রের কাজ করেন এমন ১ হাজার ৪০০ কর্মীকে তাৎক্ষণিকভাবে ছুটিতে পাঠানো হয়েছে। আর এই ছুটি কত দিন চলবে জানেন না কেউ। প্রতিষ্ঠানটির শীর্ষ পদে কাজ করেন এমন ১০০ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে অনেকের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইউএসএইড।



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com