ট্রাম্পের চাপে শুল্ক কমালো ভারত


ঢাকা বিজনেস ডেস্ক , : 06-02-2025

ট্রাম্পের চাপে শুল্ক কমালো ভারত

ভারত সম্প্রতি মোটরসাইকেলের ওপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে। ১ হাজার ৬০০ সিসির বেশি ইঞ্জিনের মোটরসাইকেলের শুল্ক ৫০ শতাংশ থেকে ৩০ শতাংশ এবং ছোট মোটরসাইকেলগুলোর শুল্ক ৫০ শতাংশ থেকে ৪০ শতাংশে নামানো হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত হুমকির পরিপ্রেক্ষিতে ভারতের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বিশেষ করে আমেরিকান হার্লে ডেভিডসন মোটরসাইকেলের ভারতীয় বাজারে প্রবেশ আরও সহজতর করতে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প গত কিছুদিন ধরে তার শুল্ক নীতির মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশের ওপর চাপ তৈরি করেছেন। ভারতের শুল্কনীতি নিয়ে ট্রাম্প একাধিকবার সমালোচনা করেছেন এবং ভারতকে ‘শুল্কের রাজা’ হিসেবে অভিহিত করেছেন।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গত কয়েক বছরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় ১৯০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যার মধ্যে ভারতের রফতানি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের শুল্ক হ্রাস মার্কিন রফতানির জন্য সহায়ক হতে পারে। যদিও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং বিশ্ব বাণিজ্যের উত্তেজনায় এটি বাধা হয়ে দাঁড়াতে পারে।

এ দিকে শিগগিরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে সফর করতে পারেন, যা দুই দেশের সম্পর্কের ভবিষ্যতকে আরও স্পষ্ট করবে।  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com