বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান


ঢাকা বিজনেস ডেস্ক , : 06-02-2025

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হলেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হন। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরিফ হোসেন সহকারী পরিচালক পদে ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সাইন্সে øাতক ও øাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নিউপোর্ট ইউনিভার্সিটি ঢাকা ক্যাম্পাসে এমবিএ ডিগ্রি নেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র পদ থেকে নির্বাহী পরিচালক মেজবাউল হককে সরিয়ে দেওয়া হয়। পরে সেখানে নির্বাহী পরিচালক হুসনে আরা শিখাকে নিযুক্ত করা হয়। হুসনে আরা শিখা রাজশাহীতে বদলি হওয়ায় নতুন মুখপাত্র নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com