অবসরের ঘোষণা দিলেন করুণারত্নে


ঢাকা বিজনেস ডেস্ক , : 04-02-2025

অবসরের ঘোষণা দিলেন করুণারত্নে

শততম টেস্ট সেঞ্চুরির মাইলফলকের সামনে দাঁড়িয়ে দিমুথ করুণারত্নে। নাম লেখাতে যাচ্ছেন অভিজাত ক্লাবে। তবে এরপর আর লংকানদের হয়ে মাঠে নামতে চান না তিনি। জানিয়ে দিয়েছেন গল টেস্ট দিয়েই দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। 

আগামী ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে স্বাগতিক শ্রীলংকা। আর এই টেস্ট দিয়েই ক্রিকেটকে বিদায় জানাতে না লংকানদের তারকা ওপেনার।

ব্যাট হাতে অনেকদিন ধরেই সময়টা ভালো কাটছিল না করুণারত্নের। ছিলেন বাদ পড়ার শঙ্কায়ও। এই অবস্থায় ৩৬ বছর বয়সি আর নতুন করে চ্যালেঞ্জ নেননি ফেরার। তাই বিদায় বলাটাকেই শ্রেয় মনে হয়েছে তার।

২০১১ সালের জুলাইয়ে শ্রীলংকার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় করুণারত্নের। আর এখন দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন তিনি।

২০১৫ সাল থেকে টেস্টে ধারাবাহিকভাবে ওপেন করতে শুরু করেন করুণারত্নে। সেই থেকে এখনও পর্যন্ত এক দশক সময়ে আর কোনো ওপেনার টেস্টে করুণারত্নের থেকে বেশি রান করতে পারেননি। গত এক দশকে টেস্ট ওপেনারদের মধ্যে যুগ্মভাবে সব থেকে বেশি ১৫টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৫ সাল থেকে এপর্যন্ত টেস্ট ওপেনারদের মধ্যে সব থেকে বেশি ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন করুণারত্নে।

লংকানদের হয়ে এখনও পর্যন্ত ৯৯টি টেস্টে ১৮৯টি ইনিংসে ৩৯.৪০ গড়ে তার রান ৭১৭২। টেস্টে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৪৪ রানের, যা বাংলাদেশির বিপক্ষে করেছিলেন তিনি। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com