ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ এবং আইএফএসি কৌশলগত চুক্তি


ঢাকা বিজনেস ডেস্ক , : 04-02-2025

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ এবং আইএফএসি কৌশলগত চুক্তি

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ (IAB), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Islamic Finance Advisory & Consultancy (IFAC)-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে।

 IFAC হলো বিশ্বমানের ইসলামিক ফাইনান্স পরামর্শদাতা প্রতিষ্ঠান। IFAC দীর্ঘদিন ধরে দেশ ও আন্তর্জাতিক পরিসরে ইসলামি শরিয়াহ মোতাবেক বিনিয়োগ ও ব্যবসায়িক পরামর্শ দিয়ে আসছে। তাদের বিশেষজ্ঞ শরিয়াহ স্কলার, অর্থনীতি বিশেষজ্ঞ ও বিনিয়োগ পরামর্শকরা বিশ্বব্যাপী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং করপোরেট বিনিয়োগকারীদের জন্য হালাল বিনিয়োগ ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকেন।

IFAC-এর মূল লক্ষ্য হলো বিনিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডকে শরিয়াহ-সম্মত, নৈতিক ও টেকসই উপায়ে পরিচালনা করা। তাদের গবেষণা, পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে বহু প্রতিষ্ঠান ইতোমধ্যেই সফলভাবে ইসলামি অর্থনীতির আদর্শ বাস্তবায়ন করছে।

এই চুক্তির মাধ্যমে  আইএফএসির প্রধান লক্ষ্য

শরিয়াহ-সম্মত বিনিয়োগ নীতি ও নির্দেশিকা প্রদান

ইনভেস্টমেন্ট চুক্তিপত্রের শরিয়াহ পর্যালোচনা ও পরামর্শ

হালাল পথে ব্যবসা পরিচালনার কৌশলগত দিকনির্দেশনা

উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য ইসলামিক ফাইন্যান্স বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন

ইসলামিক ফাইন্যান্স মডেল অনুসারে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শরিয়াহ-সম্মত বিনিয়োগের একটি নতুন দিগন্ত!


এই চুক্তির মাধ্যমে ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ একটি হালাল, নিরাপদ ও নৈতিক বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।


অনুষ্ঠানে IFAC এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড. মুফতি ইউসুফ সুলতান এবং ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেমের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা লায়ন মো. কাওসার। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com