ট্রাম্পের ১০ এর জবাবে ১৫ শতাংশ শুল্ক বসালো চীন


ঢাকা বিজনেস ডেস্ক , : 04-02-2025

ট্রাম্পের ১০ এর জবাবে ১৫ শতাংশ শুল্ক বসালো চীন

চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের এমন কাণ্ডে পাল্টা ছুড়েছে চীন। তারা একধাপ এগিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন পণ্যে বসিয়েছে আরও পাঁচ শতাংশ বেশি তথা ১৫ শতাংশ শুল্ক।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চীনা জিনিসের ওপর আমেরিকা শুল্ক বসানোর ঘোষণা দেয়। ঘোষণা আসার কয়েক মিনিটের মাঝেই চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, তারাও শুল্ক বসাবে। একই সঙ্গে বেজিংয়ের অ্যান্টি মনোপলি ওয়াচডগ গুগুল নিয়েও তদন্ত শুরু করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা বেশ কিছু জিনিস আমদানির উপর নিয়ন্ত্রণ চালু করেছে।

আমেরিকা শুধু চীনের পণ্য নয়, কানাডা ও মেক্সিকোর পণ্যেও বসাতে যাচ্ছে বাড়তি ভ্যাট। তবে ডোনাল ট্রাম্প আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।

ট্রাম্প বলেছেন, ৩০ দিনের জন্য কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হলো। সীমান্তে আরো কড়া ব্যবস্থা নিতে কানাডা রাজি হয়েছে। তারা ফেনটানিলসহ অন্য মাদক পাচার বন্ধ করবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও জানিয়েছেন, তারা আমেরিকার পণ্যের উপর যে ২৫ শতাংশ হারে মাসুল বসিয়েছিলেন, তা বাতিল করা হয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হলো আমেরিকার সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা। আমি আলোচনায় সন্তুষ্ট। তাই ৩০ দিনের জন্য মাসুল বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখছি।’

সোমবার একটি আলাদা বিবৃতিতে ট্রাম্প জানিয়েছিলেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবউমের সঙ্গে আলোচনার পর তিনি মেক্সিকোর পণ্যের উপর মাসুল বসানোর সিদ্ধান্ত ৩০ দিন স্থগিত রাখছেন।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com