প্রেমিকের সঙ্গে দেবলীনার রোমান্টিক ছবি ভাইরাল


ঢাকা বিজনেস ডেস্ক , : 01-02-2025

প্রেমিকের সঙ্গে দেবলীনার রোমান্টিক ছবি ভাইরাল

প্রেমে পড়েছেন অভিনেত্রী। তাই অনেক দিন পর রোমান্টিকভাবে ধরা দিলেন টালিউড অভিনেত্রী দেবলীনা দত্ত। প্রেমিক সর্বজিৎ ঘোষের বাহুলগ্না হয়ে তোলা ছবি এখন ‘টক অফ দ্য টাউন’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ক্যালেন্ডারের প্রথম পাতায় প্রেমিকের সঙ্গে দেবলীনা দত্তের রোমান্টিক মুহূর্তের ছবি।

দেবলীনা  নাকি প্রেম করছেন? না, সামাজিক মাধ্যমে নয়, ক্যালেন্ডারের পাতায় সাজানো হয়েছে নায়িকার বাহুলগ্না হতে তোলা ছবি। সেখানেই জ্বলজ্বল করছে দেবলীনা দত্তের রোমান্টিক মুহূর্তের ছবি। 

প্রেমিকের বাহুলগ্না অভিনেত্রী। নেটদুনিয়ায় এ ছবি ভাইরাল। কার প্রেমে পড়লেন নায়িকা, কে সে? যাকে নিয়ে ক্যালেন্ডারের ‘কাভার গার্ল’  দেবলীন। তিনি আর কেউ নন, নায়িকার সঙ্গে গায়ক-প্রযোজক সর্বজিৎ ঘোষ। যাকে নিয়েই এখন চর্চা শহরের অলিগলিতে।

সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি শপিংমলে উদ্বোধন হলো সেই ক্যালেন্ডার। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনি সরকার, গায়িকা ও চিত্রশিল্পী সৌমিতা সাহা, দেবলীনা দত্ত ও সর্বজিৎ ঘোষ। 

জানা গেছে, ‘কাভার বয়’ হওয়ার পাশাপাশি এই ক্যালেন্ডারের প্রযোজকও সর্বজিৎ ঘোষই। সামনেই প্রেম দিবস। সেই রেশ ধরে রেখে দেবলীনা দত্তের পরনে ছিল হাঁটু ঝুলের লাল পোশাক। অন্যদিকে সর্বজিৎ ঘোষষ লাল শার্ট, সাদা জ্যাকেট ও সাদা প্যান্টে ছিলেন।

আর ক্যালেন্ডারের অন্যান্য পৃষ্ঠায় রয়েছেন আরও কিছু মডেল ও অভিনেত্রী। যেমন— জয়িতা মিত্র, অর্পিতা দাস, ঈশিতা ধরসহ আরও অনেকেই।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com