অবশেষে সুন্দরবনে ফিরে গেলো সেই ৩ বাঘ


জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট , : 05-02-2023

অবশেষে সুন্দরবনে ফিরে গেলো সেই ৩ বাঘ

অবশেষে সুন্দরবনে ফিরে গেলো সেই ৩ বাঘ। রোববার বেলা ১১টার পর বাঘগুলো সুন্দরবনে ফিরে গেছে। রোববার (৫ ফেব্রুয়ারি) চান্দেশ্বর ফরেস্ট ক্যাম্প ইনর্চাজ মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার দুপুরে হঠাৎ করেই  বনরক্ষীদের সামনে পুকুরে নেমে মিষ্টি পানি পান করে একজোড়া বাঘ। ভয়ে বনরক্ষীরা অফিস কক্ষেও প্রবেশ করতে পারেননি। রান্না ও খাওয়া  পর্যন্ত বন্ধ ছিল। বাঘ দুটি  শুক্রবার রাত  ১২ টার দিকেও কখনো পুকুর পাড়ে, কখনো রান্না ঘরের পাশে এসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় সেখানে যুক্ত হয় আরও একটি বাঘ। এমন বিরল দৃশ্যের ছবি ধারণ করতে গিয়ে তাদের হাত-পা কাঁপছিল।

বনরক্ষীরা জানান,  প্রথমে আতঙ্কিত হলেও পরে খুব কাছ থেকে বাঘের এমন অবস্থান এনজয় করেছি। রোববার বেলা ১১টার পরে বাঘ তিনটি স্বেচ্ছায় সুন্দরবনের দিকে চলে যায়। সুন্দরবনের মধ্যে বনবিভাগের অফিস থাকলেও সাধারণত বাঘ এমন আচরণ করে না। 

মো. ফারুক হোসেন বলেন, ‘এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজের মতো করে চলাচল করছে।’  

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]