সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


ঢাকা বিজনেস ডেস্ক , : 19-01-2025

সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি  করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। এই মামলা শুধু সাকিবের একার বিরুদ্ধে করা হয়নি। তিনি ছাড়াও এই মামলায় আরও দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সাকিবসহ চার জন– গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন গত ১৮ ডিসেম্বর। এ আদেশ দিয়েছিলেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত। 

সাকিবসহ এই চার আসামির মামলাটি করা হয় গেল ১৫ ডিসেম্বর। এই মামলার নথি থেকে জানা যায়, তাদের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ৪ জনকে ১৮ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com