বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা


ঢাকা বিজনেস ডেস্ক , : 18-01-2025

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা

ঢাকা বিজনেস ডেস্ক

অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে তারা জিতেছে ৫ উইকেটে। ৪০ বল হাতে রেখেই তারা হারিয়েছে নেপালকে। 

টি-টোয়েন্টি ফরমেটের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়ায়। বাংলাদেশ খেলছে গ্রুপ-ডি’তে। প্রথম ম্যাচে আগে ব্যাট করে প্রতিপক্ষ নেপালের মেয়েরা। ১৮.২ ওভারে তারা অল আউট হয়ে যায় মাত্র ৫২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার সানা পারভিন। দুই অঙ্ক ছুঁতে পারেন আর মাত্র ১ জন, সীমানা কেসি করেন ১০ রান। 

৫৩ রানের লক্ষ্যে পৌঁছতে বাংলাদেশের মেয়েদের কোনো বেগ পেতে হয়নি বটে, তবে এই মামুলি টার্গেটেও তারা হারিয়ে বসে ৫ উইকেট। ১৩.২ ওভারে বাংলাদেশ করে ৫৩ রান। বাংলাদেশের পক্ষেও মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছেন। সাদিয়া করেন ২৪ বলে ১৬ রান, ২৪ বলে ১২ রান করেন সুমাইয়া আক্তার। 

বাংলাদেশের পক্ষে ১১ রান খরচায় দুই উইকেট নেন জান্নাতুল মাওয়া। ব্যাট হাতে ৯ বলে করেন ৫ রান। তাতে প্লেয়ার অব দ্য ম্য্যাচের ট্রফিও ওঠে তার হাতে। এছাড়া, নিশিতা নিশি, ফাহমিদা ছোঁয়া, আনিশা সোবা একটি করে উইকেট নেন। 

নেপালের রচনা, রিয়া, সীমানা ও পূজা একটি করে উইকেট পান। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com