ছবিতে বাংলার মুখ


উদয় হাকিম , : 18-01-2025

ছবিতে বাংলার মুখ


চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ


এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে


তোমরা যেখানে সাধ চলে যাও — আমি এই বাংলার পারে/ র’য়ে যাব

এই প্রান্তরের পথ ধরে বহু দূরে...
হলুদে হলুদে ছেয়ে গেছে বাংলার প্রান্তর

এই আকাশ সোনা সোনা/ এই মাটি সবুজ সবুজ...

সোনালি-সবুজ পথ ধরে প্রান্তরের পথে

এমন কুয়াশাঢাকা ভোরের ক্ষেতে মন চলে যায় বহুদূরে...

‘পরণ-কথা’র গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে,

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com