প্রশাসনে রদবদল


ঢাকা বিজনেস ডেস্ক , : 17-01-2025

প্রশাসনে রদবদল

প্রশাসনে তিন যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া একজন যুগ্মসচিবকে করা ইতোপূর্বের বদলি আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উলি­খিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে বাংলা একাডেমির সচিব মো. নায়েব আলীকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য হিসাবে পদায়ন করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র সদস্য মোহাম্মদ মনোয়ার-উজ-জামানকে এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ইকবাল হুসাইনকে বিআরডিবির পরিচালক হিসাবে বদলি করা হয়েছে। পৃথক আদেশে, জম্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে ইতোপূর্বে বিদ্যুৎ বিভাগে বদলির আদেশ বাতিল করা হয়েছে। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com