যে কারণে হিলিতে মাছের দাম বেড়েছে


আনোয়ার হোসেন বুলু,দিনাজপুর , : 15-01-2025

যে কারণে হিলিতে মাছের দাম বেড়েছে

দিনাজপুরের হিলিতে শীতের কারণে মাঝ ধরতে না পারায় বাজারে মাছের সরবরাহ কমেছে।  এ কারণে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৪০ টাকা। ক্রেতারা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে ২০০ টাকা কেজি দরের রুই, মৃগেল বুধবার (১৫ জানুয়ারি) বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।  আর বিক্রেতারা বলছেন, শীতের কারণে মাছ ধরতে না পারায় বাজারে সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়েছে। 

বুধবার সকালে হিলি বাজারে মাছ কিনতে আসা মো. জামিল হোসেন বলেন, গেলো সপ্তাহের চেয়ে এ সপ্তাহে মাছে দাম কিছুটা বেড়েছে। গত বুধবার প্রতিকেজি রুই মাছ কিনি ২০০ টাকা কেজি দরে। আর আজ বুধবার কিনলাম ২৪০ টাকা কেজি দরে। কেজিতে ৪০ টাকা বেড়েছে। 

আরেক মাছ ক্রেতা মো. খলিলুর রহমান বলেন, শুধু রুই মাছ না। পাঙ্গাস, তেলাপোয়া, সিলভারকার্পসহ সব ধরনের মাছের দামই বেড়েছে। আমি ৮ জানুয়ারি প্রতিকেজি পাঙ্গাস কিনেছি ১৬০ টাকা দরে। আর আজ  বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। সিলভারকার্প মাছ ছিল ১৪০ টাকা কেজি । আজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। 

হিলি বাজারের মাছ বিক্রেতা মো. আব্দুল কুদ্দুস ঢাকা বিজনেসকে বলেন, কয়েকদিন ধরে শীতের কারণে পুকুর মালিকরা মাছ ধরতে পারছেন না। তাই বাজারে মাছের সরবরাহ কমেছে। এ কারণে মাছের দামও বেড়েছে। এক সপ্তাহ আগে রুই , মৃগেল ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে কিনে ২০০ টাকা দরে বিক্রি করেছি। আর এ সপ্তাহে কিনতেই পড়ছে ২১০ টাকা ২২০ টাকা কেজি। তাই ২৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে বাজারে মাছের সরবরাহ বাড়লে দাম ফের কমে আসবে। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com