আবারও আসছে শৈত্যপ্রবাহ


ঢাকা বিজনেস ডেস্ক , : 15-01-2025

আবারও আসছে শৈত্যপ্রবাহ

সারা দেশে ভারি কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। বুধবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, বুধবার (১৫ জানুয়ারি) থেকে আবারও ঘন কুয়াশা বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। সন্ধ্যার পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

মোস্তফা কামাল পলাশ লেখেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রংপুর, রাজশাহী ও ময়মনিসংহ বিভাগের সকল জেলা কুয়াশার চাদরে ঢেকে থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে দুপুর ১২টার পূর্বে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

মোস্তফা কামাল পলাশআরও লিখেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনিসংহ বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে। আর আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পুরো দেশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়ার এই অবস্থা অন্তত ৩ থেকে ৫ দিন থাকবে বলে ধারণা করা হচ্ছে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com