নোনা জল ও অন্যান্য


খাদিজা ইভ , : 09-01-2025

নোনা জল ও অন্যান্য

নোনা জল
নোনা জলের কাব্য তুলে রাখি পুরনো টিফিনবাক্সে
ঝং ধরা কৌটো থেকে গড়িয়ে পড়ে যে আবহ
তোমরা তাকে ভুল করে দীর্ঘশ্বাস ডাকো।
যে পাখি বাড়ি ফেরা প্রত্যাখ্যান করে এদিক-ওদিক চলে যায়
দিনশেষে আশ্রয় খোঁজে সেও

জীবন এমনই
উড়তে গিয়েও আবাসন প্রকল্পের তত্ত্বাবধান করে।

এলোমেলো সময়ে
ফাগুনের মাঝামাঝিতে সদ্য জন্মানো কদমের পাতারা নেতিয়ে গেছে শিশিরের আধিপত্যে
এদিকে বসন্ত নুয়ে পড়ছে কুয়াশার প্রকোপে 
যেন শ'খানেক মাটির চুলোয় আগুন ধরিয়েছে কোনো কৃষাণী
শুধু চোখে জ্বলুনি নেই 
আমের মুকুল প্রহর গুনে নতুনের আগমনের
শুভ্র বুড়ুম ফুলের ঘ্রাণ ছড়িয়ে গেলে দ্বিকবিদিক 
অরুণ রাঙা আলো তোমাকে বরণ করতে চায় 
নির্ঘুম রাতের পরিসমাপ্তি ঘটতেই সবকিছু কেবল ধোঁয়াশা।

আমার কবরের পাশে 
আমার কবরের পাশে একটা ফিনফিনে লজ্জাবতী গাছ লাগিয়ে দিও
অন্তত একটা চিহ্ন হবে চিনে রাখবার
বাবার কবরটা হারিয়ে ফেলার শোক মুছেনি এখনো
ছায়া সঙ্গী হিসেবেও বেশ কাজে দেবে।
শিশিরের জলে ভিজে যাবে শরীর
কড়কড়ে রোদে পুড়ে যাব
প্রতিবার ফুল ফুটার সাথে আমিও হেসে উঠবো বীণার মতো করে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com