সরিষা চাষে চাষি হাসে


দিনাজপুর প্রতিনিধি , : 08-01-2025

সরিষা চাষে চাষি হাসে

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি ও তেলের বাজারে অস্থিরতার ফলে দিনাজপুরে সরিষা চাষে ঝুঁকে পড়েছে কৃষক। চলতি বছর জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সরিষা চাষ আরও গতিশীল করার জন্য দিনাজপুরে ২৩ হাজার কৃষককে প্রণোদনা প্রদান করে প্রত্যেককে এক বিঘা জমিতে চাষ করার জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সরকারি প্রণোদনার কারণে দিনাজপুরে ব্যাপকভাবে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে জেলায় ১৯,৪৫৭ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য নির্ধারণ করা হলেও তা ছাড়িয়ে ২৪,১৮৬ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। লক্ষ্যমাত্র পুরণ করে অতিরিক্ত ৪,৭২৯ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।

কৃষকরা বলেন, আমন ধান কাটার পর ও বোরো ধানের চারা রোপণের আগে পতিত জমিতে সরিষা চাষ করছেন। দুই ফসলের মধ্যবর্তী সময়ে অতিরিক্ত ফসল হিসাবে তারা সরিষা চাষ করা হচ্ছে।

এক বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় ১০-১১ হাজার টাকা। ফলন ভাল হলেও প্রতি বিঘা জমিতে ৮-৯ মণ সরিষা উৎপাদন হয়।

বর্তমান বাজার দামে উৎপাদিত সরিষা বিক্রয় করে ২৫ হাজার টাকা আয়ের আশা করা হচ্ছে। খরচ বাদে ১৪-১৫ হাজার টাকা বাড়তি লাভ হবে পারে। পাশাপাশি পরিবারের ভোজ্য তেলের চাহিদাও মেটানো যাবে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো.নুরুজ্জামান বলেন, ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান করতে কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা হয়েছে। দিনাজপুরের ১৩ উপজেলার ২৩ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। ফলে সরিষা চাষ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com