আখাউড়া দিয়ে ভারত থেকে এলো ৫ মেট্রিক টন জিরা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি , : 07-01-2025

আখাউড়া দিয়ে ভারত থেকে এলো ৫ মেট্রিক টন জিরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫ মেট্রিক টন জিরা আমদানি করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় জিরাভর্তি একটি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। চলতি ২০২৪-২৫ অর্থবছরে আমদানি পণ্যের এটিই প্রথম চালান। এর মধ্য দিয়ে স্বাভাবিক হলো বন্দরের আমদানি বাণিজ্য।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে গত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। সোমবার মেসার্স পড়শী ইমপেক্স নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে ৫ টন জিরা আমদানি করে।

ভারতীয় প্রতিষ্ঠান এম. টি. ই. এক্সিম প্রাইভেট লিমিটেড প্রতি কেজি ৩ দশমিক ৪৯ ডলার মূল্যে এসব জিরা রপ্তানি করেছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে বন্দর দিয়ে পণ্য আমদানি অনিয়মিত। চলতি অর্থবছরে প্রথমবারের মতো জিরা আমদানি হলো। এর মাধ্যমে আবারও সচল হলো আমদানি বাণিজ্য।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com