বিপিএলে সিলেট পর্বে হেলসের কাছে হেরে গেলো সিলেট


ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক , : 06-01-2025

বিপিএলে সিলেট পর্বে হেলসের কাছে হেরে গেলো সিলেট

ঢাকা পর্ব পেরিয়ে বিপিএল এখন সিলেট পর্বে। নবম ম্যাচে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে সিলেট এবং রংপুর। অ্যালেক্স হেলস এর অপরাজিত ১১৩ রানের সুবাদে সিলেট হেরে যায় ৮ উইকেটে। 

দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে সিলেট তুলেছিল ২০৫ রান। ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক ওভার হাতে রেখেই রংপুর জিতে যায়। মাত্র ২ উইকেট হারিয়ে রংপুর তুলে ২১০ রান। 

বড় লক্ষ্য তাড়ায় শুরতেই হোঁচট খায় রংপুর। ২ রানে পড়ে প্রথম উইকেট, আজিজুল হাকিম ৫ বলে কোনো রান না করেই ফিরে যান। কিন্তু তার পরেই রানের বন্যা বইয়ে দেন দুই ব্যাটার অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। দলীয় ১৮৮ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ৪৯ বলে ৮০ রান করে আউট হন সাইফ হাসান। ওদিকে অ্যালেক্স হেলস তখন ৫৩ বলে ৯৯ রানে। দল তখন জয়ের দ্বারপ্রান্তে। ১৩ বলে দরকার ১৮ রান। শেষ ১২ বলে দরকার ছিল ১৭ রান। 

৫৪ বলে সেঞ্চুরি করেন হেলস। ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন আরেক ব্যাটার ইফতেখার আহমেদ। 

সিলেটের পক্ষে দুটি উইকেটই পান তানজিম হাসান সাকিব। ৪ ওভারে তিনি দেন ২৩ রান। 

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে সিলেট। ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২০৫ রান। উদ্বোধনী ব্যাটার রনি তালুকদার করেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান (৩২ বল)। এছাড়া জর্জ মুনসি ১২ বলে ১৮, জাকির হাসান ৩৮ বলে ৫০, পল স্টার্লিং ১৬ বলে ১৬, অ্যারন জোনস ১৯ বলে ৩৮ রান এবং জাকির আলী ৫ বলে করেন ২০ রান। 

উইকেট চারটি পড়ে ৪৭, ৮৮, ১২৪ এবং ১৭১ রানে। 

রংপুরের পক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে সাইফুদ্দিন নেন ও২ উইকেট। বাকি দুটি উইকেট পান মেহেদী হাসান এবং আকিফ জাভেদ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com