দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে দেশি আলু ও ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০ টাকা করে। গেলো মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রতিকেজি আলু ও ভারতীয় পেঁয়াজের ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর এক সপ্তাহ পরে ২৪ ডিসেম্বর বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
বিক্রেতারা বলছেন, বাজারে দেশি আলু ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় কেজিতে ২০ টাকা কমেছে আলু ও পেঁয়াজের দাম। এতে খুশি সাধারণ ক্রেতারা।
হিলি বাজারে আলু কিনতে আসা ক্রেতা মো. মিজানুর রহমান বলেন, দেশি নতুন আলুর দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা কমেছে। গত মঙ্গলবার ৭০ টাকা কেজি দরে বিক্রি কিনতে হয়েছে। আর আজ মঙ্গলবার প্রতিকেজি দেশি নতুন আলু কিনলাম টাকা কেজি দরে। তবে এই ভরা মৌসুমে প্রতিকেজি আলুর দাম ৪০ টাকার নিজে নামলে সাধারণ ক্রেতাদের জন্য ভালো হতো।
পেঁয়াজ কিনতে আসা মো. আব্দুল মান্নান বলেন, ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে ২০ টাকা কমেছে। আরও একটু দাম কমলে সাধারণ ক্রেতাদের স্বস্তি ফিরতো।
হিলি বাজারের পেঁয়াজ ও আলু বিক্রেরা সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, এ সপ্তাহে ভারতীয় পেঁয়াজ ও দেশি আলুর দাম কেজিতে ২০ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতিকেজি দেশি আলু ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে কিনে ৭০ টাকা বিক্রি করি। এ সপ্তাহে ৪৫ কেজি দরে কিনে ৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি ৭০ টাকা কেজি দরে বিক্রি করি। এ সপ্তাহে ৪৫ থেকে ৪৮ টাকা কেজি দরে কিনে ৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) হিলিবন্দর দিয়ে ২২টি ভারতীয় ট্রাকে ৬৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে বন্ধ রয়েছে আলু আমদানি।