টাঙ্গাইলে ‘ভিসতা কৃষক-বিনোদন’ অনুষ্ঠানের শ্যুটিং


টাঙ্গাইল প্রতিনিধি , : 22-12-2024

টাঙ্গাইলে ‘ভিসতা কৃষক-বিনোদন’ অনুষ্ঠানের শ্যুটিং

টাঙ্গাইলের পাথরাইলে অনুষ্ঠিত হলো ভিসতা নিবেদিত ‘কৃষক ও বিনোদন’ অনুষ্ঠানের চিত্রধারণ। বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ প্রোগ্রামের আওতায় নির্মিত জনপ্রিয় এই অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক রাজ রফিক। শুক্রবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী চিত্রধারণ বা শ্যুটিং হয় দেলদুয়ার উপজেলার পাথরাইল বীণা পাণি কিশোর সমিতি মাঠে। 

মহান বিজয় দিবস এবং কৃষক তথা এলাকাবাসীর বিনোদনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ চাঁন খা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পাথরাইল ইউনিয়ন বিএনপি সভাপতি এইচ এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদ আলম লিটন। 

অনুষ্ঠানে সম্মানীত অতিথি এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক মোজাম্মেল হোসাইন তালুকদার। 


পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিক্স এর পক্ষে উপস্থিত ছিলেন ভিসতা পরিচালক  ও ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় তাঁত ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক, বেসরকারি সংস্থা নিরাপদ সমাজ এর নির্বাহী পরিচালক জয়দেব গোপ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ শরিফ, সাংবাদিক রেজাউল করিম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোবারক হোসেন খান, সাধারণ সম্পাদক এস এম শরীফ হিরু, মাহবুবা মনি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা মাহবুবা মনি, বীণা পাণি কিশোর সমিতির সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন বাবু প্রমুখ। 

দিনব্যপাী আয়োজনের মধ্যে ছিল হাড়ি ভাঙ্গা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ার, নৃত্য, গুপ্তধন উদ্ধার, তৈলাক্ত কলাগাছে আরোহন, নৌকা বিলাস ইত্যাদি।  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com