ইজতেমা মাঠে ৩ মৃত্যু: মামলা করবেন জুবায়েরপন্থীরা


ঢাকা বিজনেস ডেস্ক , : 19-12-2024

ইজতেমা মাঠে ৩ মৃত্যু: মামলা করবেন জুবায়েরপন্থীরা

ইজতেমার ময়দানে সংঘর্ষে ৩ জনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান এ কথা জানান।

হাবিবউল্লাহ রায়হান জানান, সরকার নির্ধারিত তারিখে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছেন তারা। 

সংবাদ সম্মেলনে হাবিবউল্লাহ রায়হান বলেন, গতকালের সংঘর্ষে তাদের ৩ জন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

হাবিবউল্লাহ রায়হান আরও বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থীরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে, তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনও প্রভাব ফেলবে না।

‘মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব’ বলেও মনে করেন তিনি।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে জুবায়েরপন্থি মাওলানা মামুনুল হক সাদপন্থিদের ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা দেন। তিনি সাদপন্থীদের সন্ত্রাসী হিসেবে দাবি করেন।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com