২০ হল পেলো মেহজাবীনের সিনেমা


ঢাকা বিজনেস ডেস্ক , : 19-12-2024

২০ হল পেলো মেহজাবীনের সিনেমা

এবার বড় পর্দার অভিজ্ঞতা পেতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। শুক্রবার (২০ ডিসেম্বর) প্রথমবারের মতো বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। এরই মধ্যে সারাদেশে ২০টি হল পেয়েছে সিনেমাটি।

সিনেমার প্রযোজক আদনান আল রাজীব এ পর্যন্ত মুক্তির জন্য ২০টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

ঢাকার হলগুলোর মধ্যে রয়েছে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), সনি স্কয়ার (মিরপুর ১), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা (জিনজিরা), আনন্দ সিনেমা (ফার্মগেট), বিজিবি সিনেমা (আজিমপুর)।

ঢাকার বাইরের হলগুলোর মধ্যে রয়েছে- সিনেস্কোপ সিনেমা (নারায়ণগঞ্জ), স্টার সিনেপ্লেক্স (বালি অর্কিড, চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), গ্র্যান্ড রিভিউ মুভি থিয়েটার (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মডার্ন সিনেমা (দিনাজপুর), মম ইন সিনেমা (বগুড়া), বনলতা সিনেমা (ফরিদপুর), স্বপ্নীল সিনেপ্লেক্সে (কুষ্টিয়া)। যার একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেছেন এই নির্মাতা ও প্রযোজক।

‘প্রিয় মালতী’ সিনেমাটি দেশে মুক্তির আগেই বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ নামভূমিকায় ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। 

শঙ্খ দাশগুপ্তর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com