আশুলিয়ায় পোশাক শ্রমিকদের কর্মবিরতি, ২ কারাখানা বন্ধ


ঢাকা বিজনেস ডেস্ক , : 11-12-2024

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের কর্মবিরতি, ২ কারাখানা বন্ধ

শিল্পঞ্চল সাভারের আশুলিয়ায় বাৎসরিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তত ১২ টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ও ২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ৯টা থেকে পর্যায়ক্রমে এসব কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া শ্রমিকদের আন্দোলনের মুখে নাসা ও ট্রাউজার লাইন পোশাক কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বান্ডো ডিজাইন কারখানাও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া হামীম ও নিট এশিয়ার শ্রমিকেরা এরইমধ্যে কারখানা থেকে বেরিয়ে গেছে। নিউ এজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকেরা বিশৃঙ্খলা বা ঝামেলা করছেন না। তবে বর্ধিত বেতনে শ্রমিকরা সন্তুষ্ট না। তারা ১৫ শতাংশ ইনক্রিমেন্টের দাবি করছেন। তাই শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। অনেক শ্রমিক আবার কারখানা থেকে বের হয়ে গেছেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন কারখানার শ্রমিকেরা দীর্ঘদিন ধরে বাৎসরিক বেতন ও ভাতা (ইনক্রিমেন্ট) ১৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি বাৎসরিক অর্জিত ছুটির বকেয়া টাকা প্রতিমাসে পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। এসব দাবির পাশাপাশি শ্রমিকেরা নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা করারও দাবি জানান।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com