আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই জানালেন বিশ্বকাপজয়ী ভারান


ক্রীড়া ডেস্ক , : 02-02-2023

আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই জানালেন বিশ্বকাপজয়ী ভারান

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা রাফায়েল ভারান। মাত্র ২৯ বছর বয়স, ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে চড়ার সময়। কিন্তু এই বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি। তবে ক্লাব ফুটবল ছাড়ছেন না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রামে এক পোস্টের এই ঘোষণা দেন ভারান।

ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘দীর্ঘ প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে আমি ফ্রান্সকে প্রতিনিধিত্ব করছি; যা আমার কাছে খুবই সম্মানের। যতবারই ফ্রান্সের জার্সি পরে মাঠে নেমেছি, ততবারই নিজেকে ভাগ্যবান মনে করেছি। সবসময় নিজের শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমি বেশকিছু দিন ধরেই ভাবছিলাম। মনে হয়েছে এটাই সেরা সময়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর।’

ভারান আরও বলেন, ‘একজন শিশু হিসেবে আমার মনে পড়ে, ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসী কিংবদন্তি ফুটবলাররা আমাদের যে অভিজ্ঞতা দিয়েছিলেন, তা থেকে অনুপ্রাণিত হয়ে আমি তাদের মতো হওয়ার স্বপ্ন দেখতাম। ২০ বছর পর জীবনের সবচেয়ে সুন্দর সেই অভিজ্ঞতা পেয়ে আমি গর্বিত। ওই সময়টা আমি কখনোই ভুলতে পারবো না।’

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]