৩৭ ছক্কার ম্যাচে ৩৪৯ রান, টি-টোয়েন্টির নতুন বিশ্বরেকর্ড ভারতে


ঢাকা বিজনেস ডেস্ক , : 05-12-2024

৩৭ ছক্কার ম্যাচে ৩৪৯ রান, টি-টোয়েন্টির নতুন বিশ্বরেকর্ড ভারতে

বিশ ওভারের ম্যাচে দলীয় পুঁজি ৩৪৯ রান! ভাবলেও অনেকের অবাক লাগলেও এটাই হয়েছে সত্যি। আর তা হয়েছে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে।   

ইন্দোরে সিকিমের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ৩৪৯ রান তুলে এই রেকর্ড গড়েছে বরোদা। টি-টোয়েন্টি ক্রিকেটে দলগত সর্বাধিক রানের রেকর্ড এটাই। বরোদার এই ইনিংসে এসেছে ৩৭টি ছক্কা। যা কোনও ইনিংসে সর্বাধিক ছয়ের রেকর্ডও।

বৃহস্পতিবার ইন্দোরে বরোদার ব্যাটাররা সিকিমের বোলারদের নিয়ে কার্যত ছিনিমিনি খেলেছেন।  ৫ চার ও ১৫ ছক্কায় ৫১ বলে ১৩৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ভানু পানিয়া।  এছাড়া ওপেনার অভিমন্যু সিং রাজপুত (৫৩), শিবালিক শর্মা (৫৫), বিষ্ণু সোলাঙ্কিরা (৫০) অর্ধশতক করেন। আর ওপেনার শশাঙ্ক রাওয়াতের ব্যাটে এসেছে ৪৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৩৪৯ রান তোলে বরোদা।

৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায় সিকিম। ২টি করে উইকেট নেন নিনাদ রাথবা ও মাহেশ পিথিয়া। অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া, অতীত শেঠ ও অভিমন্যু সিং রাজপুত নেন ১টি করে উইকেট। 

সিকিমের হয়ে সর্বাধিক রান করেন রবিন মানকুমার লিম্বো (২০)। শেষ পর্যন্ত ২৬৩ রানের বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বরোদা।

এর আগে গত অক্টোবরে গাম্বিয়ার বিপক্ষে আজ ৪ উইকেটে ৩৪৪ রান করে জিম্বাবুয়ে, যা ছিলো স্বীকৃত টি–টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ। ওই ম্যাচে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে হাঁকিয়েছিল ২৭ ছক্কা।  এবার জিম্বাবুয়ের রেকর্ড টপকে গেলো বরোদা।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com